আজো বাজে হৃদয় মাঝে
সেই যে শোনা "চুপ"।
আলাপ কালের সন্ধ্যা হলো
ফুরিয়ে গেল ধুপ।
যায় না শোনা প্রভাত কালে
"সুপ্রভাত" এর ডাক।
নেইকো বলার"সন্ধ্যা তোমার
আজকে শুভ যাক"।
যখন"চুপ" টি শুনে মুখটি তুলে
বলতে গেছি আরো।
বইছে তুফান বক্ষ মাঝে
কন্ঠনালী শুকিয়ে আসে
ওষ্ঠ জড়ো সড়ো।
অদ্য কালে করব কি আর
ফিরিয়ে নিলেম মুখটি আবার।
অবুঝ মনে সান্ত্বনা দিই
কইবো না কো আর।
রুদ্ধ মনে বদ্ধ হবো
প্রাণের প্রদীপ নিভিয়ে নেব
জ্বালবোনাকো আর।
না জানি কোন মত্তে মেতে
কিসের ভ্রমে, পাগলামিতে?
ক্ষিপ্ত বৃথাই মোর উপরে
গর্জে ওঠে দম্ভ ভরে
আর বোকো না"চুপ"।
খামখা ধমক সইতে নারি
নাইবা কিছুই করতে পারি
বাধ্যতা নিশ্চুপ।