ছিলি তুই মোর মনের গগনে
তারাদের মতন করে।
মিটি মিটি করে জেগেছিলি হেথা
সারা রা-ত্রি ধরে।
আজও খুঁজে ফিরি তোর গায়ের সুবাস
শাড়ির আঁচল ধরে।
বুকে নিয়ে ওরে চুম্বন দিয়ে
সোহাগ দিতিস মোরে।
খাইবার তরে তোর হাতে করে
পড়িতাম ঝুঁকে গায়।
ডাকিতিস মোরে থালা নিয়ে ওরে
আয় সোনা মোর আয়।
পড়িবার ফাঁকে দেখিতাম যবে
ঘুম পাড়িবার ধুম।
ছাড়ি বই খাতা, তোর আঁচল পরে মাথা
রাখি নিরালায় নিঝঝুম।
সেই যে আঁধার রাতে তোর ঘর হতে
শুনিতাম যবে ডাক।
খুঁজিবার লাগি তোকে দু হাত ছড়াই দিকে
সজোরে ছাড়িয়া হাঁক।
রেখেছিলি তুই, মোর লাগি রোজা
যাচিয়া খোদার দ্বারে।
সকাশে মিনতি তোমার, করি হে পরওয়ারদেগার
ভালো কোরো মোর বাছারে।
তোর বিচলিত মন হইত তখন
শুনিয়া খবর মোর ফিরিবারে।
প্রমাদ গুনিয়া বসে, ওই যে কখন আসে
মোর লাগি পথের পরে।
তবে কি এবার বিদায় কালে
শুধু করিবার লাগি দেখা।
যেদিন আসিনু ঘরে, শুধু মোর সাক্ষাৎ পরে
ছাড়িয়া গেলি মোরে একা।
করি মোনাজাত আমি তুলি দুই হাত
তোর লাগি খোদার দ্বারে।
জান্নাতে আবার করাইও দীদার
খোদা মোর দাদীমারে।।