হে আমার হস্তে রাঙা নগ্ন কৃপাণ
তুমি রণধ্বনি বাজিয়ে দাও।
যতসব নচ্ছারেদের নোংরামিতা
তুমি ঝর্নাধারায় বইয়ে দাও।
তোমার ওই ওষ্ঠে ঝরা বিষের ধারায়
নাশ করে দাও দুষ্টেরে।
যেন সব 'তুফান কালে বৃক্ষ ঝরায়'
পাতার মতন যাক ঝরে।
তুমি যে সর্প দেবের নাগিন বাঁশি
সুর ভরা যার মত্ততায়।
তোমার ওই সুরের তালে ভূবন মাতে,
নিদ্রা ভাঙে সভ্যতায়।
ওরে ও ইস্রাফিলের প্রলয় শিঙা
তুমি প্রকট লীলা দেখিয়ে দাও।
যেথা সব বদমাশেদের আখড়া,সেথায়
মহাপ্রলয় আনিয়া দাও।
যেন ওই শক্তি তোমার বজ্রধারা
প্রভাব যাহার অলৌকিক।
এনে দাও বিশ্বব্যাপী বিপ্লব এবার
নিদ্রা ভাঙুক সর্ব দিক।