হে রহমান......
তুমি মহীয়ান গরীয়ান।


এ ধরায় যা কিছু আছে
যা কিছু ধরণী মাঝে।
মানব ও দানব সবে
তব শুভ নাম জপে।


দূলোক ও ভূলোকে সবি
প্রভু তব দান।
তুমি মহীয়ান গরীয়ান।


হে রহমান.....
তুমি মহীয়ান গরীয়ান।


নদীর ওই কলতানে
পাখ-পাখালির গানে।
তাসবীহ্ তোমারি গাহে
প্রকৃতি বিভোর মোহে।


তোমারি নামে গো চলে
এ যে ধরাধাম।
তুমি মহীয়ান গরীয়ান।


হে রহমান....
তুমি মহীয়ান গরীয়ান।


ভ্রমর কাননে গাহে
শরতের সমারহে।
মেঘেরা করিতে খেলা
আঁকে ছবি বারিবেলা।


রামধনু তুলিতে টানে
প্রভু মহামান।
তুমি মহীয়ান গরীয়ান।


হে রহমান.......
তুমি মহীয়ান গরীয়ান।


গগন ও ভূবন প্রাতে
তোমারি লীলাতে মাতে।
নিলীমা আপন বুকে
দীপ্তি ছড়ায়ে সুখে।


তব বন্দনা রবি-শশী
করে অবিরাম।
তুমি মহীয়ান গরীয়ান।


হে রহমান.....
তুমি মহীয়ান গরীয়ান।