আমি তোর লাগি ফিরি মন মরিয়া
দিকে দিকে খুঁজি হায়রে।
পাবো কি না পাবো,হারিয়ে কি যাব
মন মাঝ দরিয়ায় আজ
টলমল করে তায় রে।।


পলকে পলকে মোর
খুঁজে ফেরে আঁখি
দেওয়ালে দেওয়ালে ছবি
অন্তরে আঁকি।
শ্বাস-প্রশ্বাসে আসে
শুধু তোর নাম ভেসে
তবু জানি নাকো তোরে
পাবো কিনা পাবো,
মোর বিশ্বাস নাহি হয় রে।
মন মাঝ দরিয়ায় আজ
টলমল করে তায় রে।।


জানি না এ মন অবুজ এমন
তোরে নিশি-দিন কেন চেয়ে যায়রে।
শ্রাবনে চাতক যেমন, আসমান পানে
অপলক নয়নে বারি চায় রে।
কেন শুধু মনে হয় পাবো কিনা পাবো
কি হবে আমায় কোথা যাই রে।
মন মাঝ দরিয়ায় আজ
টল মল করে তায় রে।।


মন-মধুবনে অলিদের গানে,
পাখ পাখালির ডাকে তোর নাম।
রাত্রি-নিশিতে ও দিন-দিবালোকে
তোরে খুঁজে ফিরি অবিরাম।
কোথা হতে জানি এত পাগলামি
মিছে কেন মন তব চায়রে।
মন মাঝ দরিয়ায় আজ
টলমল করে তায় রে।।