আজ উদীত ভানুর সম্মুখে ঢাকা
ঘন মেঘ কালো আচ্ছাদন।
আজ শরৎ আকাশও বজ্রধ্বনিতে
প্রকৃতির স্বরে আন্দোলন।
দীপ্ত কুঠীরও আঁধার ভরেছে
মুক্ত বাতাসেও রুদ্ধশ্বাস।
ক্ষুদ্র শিশুরা ঝান্ডা ধরেছে
রুধিত বক্ষে সুপ্ত ত্রাস।
তুফান এনেছে সংগ্রামী বুকে
কচি মুখ হতে দ্রোহের বাণ।
'আমরা আবার স্বরাজ আনিব
নিছার করিব আপন প্রাণ'।
সংগ্রামী মায়ের কোল হতে শিশু
মৃত্যু নিয়েছে আপন করি।
বক্ষ ভেদিয়া ওঠে সাইক্লোন
এ তুফান তবে হবে মহা ভারী।
পর্দানশীন মাতৃ-ভগিনী
কোরাস ধরেছ ছাড়িয়া ঘর।
কন্ঠ যাদের কভু শুনেনি সমাজ
আজ স্বাধীনতা মাগে পথের পর।
বোমা বঁদুকের শব্দ পিছনে
সামনে জাতীয় গুন্ডা দল।
ওরা মহীয়সী হয়নি পিছুপা
রব তোলে ধ্বনি'এগিয়ে চল'।
আনবে ফিরায়ে জাতির সকাসে।
স্বাধীন ভারতে রাঙা প্রভাত।
পাষান বক্ষে শপথ নিয়াছে
বীরাঙ্গনা ওই মাতৃ জাত।
ওরা শাহীনের জাতি,আনবে ছিনায়ে
নিজ অধিকার,ওরা নয় বেবাক।
আজ দেশ জুড়ে সারা, সংগ্রামী ওরা
নগরে, নগরে শাহীন বাগ।।