চিরকাল কেহ নাহি রবে হেথা
ফিরে যাবে আপনার পথে।
বিধাতার দেওয়া এ যে চির বিধি
কেহ থাকবে না চিরকাল সাথে।
আমি নাই বা রব সদা বন্ধু হয়ে
নিশি-দিন তোমার কাছে।
ব্যথাতুর হয়েও না ওগো
তোমা হতে যাওয়ার পরে,
আমার স্মৃতি তো আছে।।
প্রভাতে আমায় পাইবে তুমি
উদিত ভানুর মাঝে।
পূবের আকাশে সূর্য যখন
নবীন আলোতে সাজে।
রাতের স্নিগ্ধ হাওয়ায় শুনে দেখো তুমি
মোর নাম শুনিয়ে যাবে।
দেখো সন্ধ্যা কালের শীতল বায়ু
মোর গানে মাতিয়ে দেবে।।
গুঞ্জন রত পাখিরা যখন
ঘরে ফেরে গোধূলি বেলায়
কান রেখো তুমি পাখিদের গানে
শ্রবণে পাবে গো আমায়।।
চোখ বুজে দেখো আমি এখানেই আছি
এভাবেই চিরকাল রবো।
বিদায় ভেবো না তুমি, চলে গেছি বলে
আমি অন্তরে বিরাজ রবো।।