আজি উগ্রবাদের অত্যাচারে
উন্মুক্ত দুয়ার রুদ্ধ যে।
স্বাধীন ভারত বলছি কেবল,
স্বাধীনতা আমি পাইনি যে।


মুক্ত হাওয়ার গন্ধে মেশা গোলাবারুদের শব্দ রে।
শুষ্ক মাটি রঙিন হল মানব জাতীর রক্তেরে।
কাঁদছে দেখো এতিম শিশু কন্ঠ ছেঁড়া শব্দে ওই।
দুঃখে ভরা রুগ্ন গলায় বলছে আমার আম্মা কই।


কেউবা থাকে অট্টালিকায়
কেউবা ক্ষুধায় মরছে যে।
স্বাধীন ভারত বলছি কেবল,
স্বাধীনতা আমি পাইনি যে।


নেতার ছেলে চাকরি পেল, ডিগ্রি নাহি অর্থ-বল।
ডিগ্রি নিয়ে চাষির ছেলে ফেলছে খালি চোখের জল।
অর্থ-বলে আমলা পুলিশ দিচ্ছে যে সাথ অন্যেরে।
দূর্বলতার ভুক্তভোগী কাল-কুঠিরে মরছে রে।


কে দেবে এই নিষ্ঠুরতার
জবাব, খুঁজে পাইনি যে।
স্বাধীন ভারত বলছি কেবল
স্বাধীনতা আমি পাইনি যে।


আঁতকে ওঠা আকাশ জুড়ে অবাধ গুলির শব্দে রে।
আতঙ্ক আর আর্তনাদে তুষার গলে অন্তরে।
মুক্ত নহে ভারত ভূমি,বদ্ধ আজও শৃঙ্খলে।
বৃটিশ নাহি,স্বদেশ দ্রোহীর অত্যাচার ও কৌশলে।


দেখ বর্ণভেদের অগ্নি শিখায়
কতক জাতি জ্বলছে যে।
স্বাধীন ভারত বলছি কেবল
স্বাধীনতা আমি পাইনি যে।।