সেকাল ছিল শুধু স্বপ্ন দেখার
তাই নিদ্রার প্রয়োজনীয়তা টাও ছিল বেশি।
কিন্তু এখন তো তা নয়!
এখন সময়, বাস্তবায়ন করবার।
নির্বিঘ্নে নিদ্রায় কাটানো
নিশীথের স্বপ্নগুলিকে মুক্ত করার।
তাই এখন নিদ্রা নেই,
নতুন কোন স্বপ্নও নেই।
কিন্তু আজও আছে সেই
প্রত্যাশার কালো চাদর মুড়ি দেওয়া
লম্বা রাত গুলি।
আর আছে জানালার ওপার থেকে
ভেসে আসা আঁধার মাখা
নিস্তব্ধতার মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক।
কেমন যেন মোচড় দিয়ে ওঠে
বুকের ভেতর জমে থাকা স্বপ্নগুলো।
ওরাও বেরিয়ে আসতে চায়
নিরাশার কপাট ভেদ করে।
ওরাও দেখতে চায় আশার আলো,
পেতে চায় রঙিন প্রভাত।
দেখতে চায়,শুভ্র গগন ললাটে
সিঁদুর মাখা রক্তিম প্রভা।
একদিন আবার আমার প্রভাত হবে।
আবার আমি জেগে উঠবো
রবি করের স্পর্শে।
স্বপ্নেরা ডানা মেলে দেবে দিগন্তে
প্রাণবন্ত হয়ে মাখামাখি করবে
সূর্যের ছড়ানো টকটকে লাল আবির নিয়ে।
একদিন আমিও গেয়ে উঠবো
কবিগুরুর সেই পংক্তিগুলি।
"আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর
কেমনে পশিল গুহার আঁধারে,প্রভাত পাখির গান।
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিলো প্রাণ।
জাগিয়া উঠিল প্রাণ...!"