হে স্বর্গ কাননে বিকশিত তুমি !
   নিশিতে নিষ্পাপ ফোটা ফুল।
জানি পাপমুক্ত স্বর্গীয় হাওয়ায়
       বিকাশ লোভিয়াছো
তব কায় মর্তের লাগেনিকো ধুল।।
      আমি মালী মর্তবাসী।
মোর গায়ে পাপ-ধুল রাশী রাশী।
আমার এ মর্তদ্যানে শত ফোটা ফুল
           তবু তোমা পানে
      স্বর্গের ছোঁয়া পেতে আসি‌।।
পাইতে তোমায় যবে প্রসারী আমি
    আমার এ কালিময় করখানি।
        হাওয়ায় দুলায়ে মাথা
       দূরে সরে আমা হতে তুমি
     মোরে পরিহার করো কাঞ্চনি।।
         তুমি প্রানভরে কর ঘৃণা
        যত পাপ আছে কৃত মোর।
        আমার এ পাপের লাগি
         আমারে অবহেলা তুমি
        করিওনা, বলিয়া পামর।।
অজ্ঞাতে অগোচরে, কিসের বিভোরে পড়ে
           তব মোহে মত্ত জানি।      
তোমার সুবাস পেতে,জান্নাতী সৌরভেতে
            সুরভিত হবে গো প্রীয়া
             আমার এ চিত্ত খানি।।
      হে স্বর্গীয় কুসুম কাননে ফোটা
         বিধাতার দানে, প্রিয় ফুল।
   আমার এ প্রাণের মরু বাগানে এসো
           আমারে বিকশিত করো
       মোহ পাপ হতে করো নির্মূল।।