আবদ্ধ দুটি প্রাণ প্রণয়ের বন্ধনে,
কোনো এক রাতে নিয়তির ষড়যন্ত্রে,
হয়ে ছিল বিচ্ছিন্ন, হেরেছিল শপথের কাছে!


একটি প্রাণ একদিকে_____
হলুদ শাড়ীতে, কাজল চোখে,
দেখে রঙিন স্বপ্ন প্রাণ ভরে,
লজ্জামাখা মুখ থাকে ঘোমটার আড়ালে।।


আরেকটি প্রাণ অপরদিকে_____
কবিতা হয়ে, নিস্তব্ধ একা দাড়িয়ে,
চোখ লাল করতে থাকে,
পাল্লা দিয়ে, রাতের গভীরতার সাথে।।


জোৎস্নাপ্লাবিত শান্ত প্রকৃতিতে,
চাঁদের আলো যেন নামে স্মৃতি হয়ে,
ছায়া যেন  তার জীবন্ত আর্তনাদ,
বিষন্নতায় মন করে অবগাহন।।


চাঁদের রূপে চোখ পুড়ে যায়,
সইতে পারে না চোখ,
চাঁদ, সত্যিই তুমি অসহ্য সুন্দর!!