সাদা লাল ফুল
লালচে কালো চুল
বাতাসে দুলে যায় দুল,
একগুচ্ছ চুল বয়ে কপালের পাশ দিয়ে
অভিমানে মুখ ফুলিয়ে হলুদ শাড়িতে
লাল কাঁচের চুড়ি, হলুদ মাঝখানেতে।


বেলি তুমি করো দান
তোমার আছে যত ঘ্রাণ
গোলাপের সৌরভও না চাই
তোমার শুভ্রতা দিলেই হবে,
বসন্তের স্নিগ্ধতা সতেজতা যায় বয়ে।
শীতের সকল রিক্ততা ঝরে যায়
তার অভিমান গলে যায় আমার জানালায়
পুরোনো প্রিয় গান গুলোতে সুর মিলিয়ে
সুরের ঝড় ওঠে মোর বদ্ধ কামরায়।


শীতের ঝরে যাওয়া পাতার মতো
অভিমান যাক ঝরে
ভালোবাসা, বসন্তের মাধুর্য‍্যতার মতো
বর্ষিত হোক তোমার হৃদয়ে!