গভীর তিমির রাতে  নির্জনে
পুড়ছে চিতায় ভালোবাসা নিরবে,
অপার্থিব আলিঙ্গনে বিচ্ছেদ
করি মায়া প্রেমের শিরোচ্ছেদ!


চেয়েছিলাম রক্তাক্ত ভালোবাসা
চোরাবালিতে আটকে যাওয়া
মহাশূন্য জানেনা তার শূন্যতা।


বিষণ্ণ হয়ে ওঠা এই পৃথিবীর
এক অকাল বেলাতে তোমায়,
রাখবো জড়িয়ে আমার আত্মায়।


তোমার চিন্তা হয় ক্লান্ত যেখানে
আমার কবিতার শুরু সেখানে!  
নই নির্বোধ প্রেমিক নই কোনো চিল
তবুও কবিতার তোড়ে চোখ স্বপ্নীল !