আচমকা বাতাসে উড়ে গেলো ছাতা
কবিতারা ছুড়ে ফেলে কবিতার খাতা
তুমি রয়েছো সারাটি রাত জেগে
মেঘের ঢেউ আছড়ে পরে পাঁজরে
আজকে আকাশ হয়ে যাও তুমি
তব বুকে মহাকাশের ধ্বনি শুনি।


গ্রীষ্মের দুপুরে তপ্ত সূর্যের দিকে চেয়ে
বারে বার মনে পড়ে তোমারে
তোমারও কি এমন মনে পরে?
যখন রাত তার গোধূলির দিকে যায় সরে।
কিংবা গ্রীষ্মের ঘর্মাক্ত দুপুরে?


তোমার শরতের সন্ধ্যার কথা মনে পরে?
কুপির আলোতে মাটির প্রদীপ ছেড়ে
বাতির সলতে যেখানে তেলে ডুবে মরে
সেদিকে চেয়ে মনে পরে তোমায়
আমি কি থাকি তোমার মন ছলনায়?
নাকি
মায়ার তন্তু ছিঁড়ে মায়ার পরিত্রাণ?