এক চিলতে রোদ্দুর রেখেছি লুকিয়ে
সমুদ্রের তলদেশে কাঁচের বয়ামে,
আমি তো আমার চরিত্রে অভিনয় করা
ব্যর্থ অভিনেতা; মন টাও খানিক টা পোড়া
তাই নিজেকে হারানো টাই ছিলো স্বাভাবিক
সেজে দ্বীপ-পুঞ্জে  ঘুরে বেড়ানো নাবিক,
বিশ্বাস করো, আমি তারে চিনি না বলে
মোর অনধিকার চর্চা না করলেও চলে।  

যেমন, সৈনিকের মৃত্যু যার হাতে রয়েছে লেখা
যতই থাকুক দূরে; হবেই যে তার সাথে দেখা,
আর এভাবেই অপরিচিত কেউ ও হয় খুব আপন
আমারও যে ছিলো সেই নাবিক বড় আপন জন।

আমার কোনো জমজ তো ছিলো না এপ্রিলে
আমার মতোই দেখতে কে খোঁজে রোদ্দুর তাহলে;
সে কে? সেটা কি ঐ নাবিক? নাকি আমি?
সৈনিকের মতোই আমিও তারই অপেক্ষায় !