নিঝুমের কেন অবেলায় বৃষ্টি?
           ভীষণ ভাবে থেকে থেকে;
ভিজে চুলের  ক্লেশ দৃষ্টি;
           বিষন্নতায় উঠছে কেঁপে ।


আঁখিতে তার রক্তচ্ছটা;
         বদনে তার পরাজিত হাসি !
তবে কেন আঁখ কাজল টানা?
        উড়েছিলো কি বালুকারাশি?


স্মৃতির পাতায় লেখা কবিতা,
          নেই যেন কিছু সাদা ছাড়া !
সাদা-কালো তার শেষ ছবিটা,
          শেষে হয়ে গেলো হাতছাড়া !


হোক না যত রাত্রি গভীর,
         জোনাক কোথাও জ্বলে না ।
মনে বয়ে যায় শান্ত সমীর,
         দুই হাতে তার জ্যোৎস্না ।


উত্তল রাতে দেয়া অভিশাপ,
          ঝুলে থাকে সে শূন্য পানে!
তুচ্ছ করে নরক প্রস্তাব;
         নিঝুম চলেছে  স্রষ্টা পানে !