বড্ড  ভুল ছিলাম !
শৈশবে পৃথিবী  ছিলো, কতই না ভালো
টেনে ধরি কল্পনার লাগাম,
ধরার ফাঁকি বুঝতে পারি নি হয়তো তখনো।


আসলে পৃথিবী ভালো ছিলো না কখনোই!

তাই শৈশবের পৃথিবীতে ফিরে যেতে
অবচেতন মনে রই,
নষ্ট হয় মস্তিষ্ক, চোখে রক্ত যায় জমে
অপমৃত্যুর সাক্ষী হই।


সহিংসতা বন্ধ করো,
অপমৃত্যু বন্ধ করো,
আমি চেতনায় আসবো ফিরে !