উপলব্ধির অপেক্ষায় অন্ধকারে থাকি পরে
জন্ম-জন্মান্তরের মহাপাপ; পাপ যাবে অবসরে
শকুনের খাওয়া মরা দেহের মতো অন্তঃসার হীন
হয়ে যায় জীবন আর রাতের আঁধারেই থাকে দিন,
সকল কিছুকে ব্যর্থ আর অসহায় করে তোলে
এই উপলব্ধি, যা বিধাতার লেখা নিয়তির পদ্মজলে।


তোমরা কখনো ভালোবাসো নি মানুষকে
মানুষ হবার আগেই অমানুষ হয়ে গেছি সে কবে
দেহের প্রতিটা অঙ্গ আলাদা হওয়ার স্বাদ
বাতাসের মতো স্বাধীন আর অমানুষিক আহ্লাদ।


চাপা পড়া আত্মা সুস্থ হবার কোনো উপায় নেই
তাকে ধুকে ধুকে না মরতে দিয়ে হত্যা করবেই
ছিটকে পড়ে রক্ত ছড়িয়ে পড়ে সহিংসতা
বন্ধ করো সহিংসতা, ভালোবাসায় আনো সততা,
পুরো বিশ্বের পাপে ঢেকে ফেলে মোরে
রেখে দাও আমার মৃত আত্মা মাটির গভীরে।


শান্তি আসবেই এ পৃথিবীতে
শান্তি আসবেই এ ধরাতে
শান্তি আসবে আমি হীন পৃথিবীতে।