শীতের কোলে দেবদারু বনে
বিষাদগ্রস্ত সময় কাটে একলা মনে,
নরম ঘাসের নিচে হালকা ভেজা মাটি
মৃদু গন্ধে ঘোরে রই; একপাশে পানের বাটি,
কথা ছিলো সন্ধ্যার আগে পান নিয়ে ফেরার  
মোর পথ পানে চেয়ে আছে দাদী।


মাটির গন্ধে আমার স্বপ্নের স্বাদ মেটাতে গিয়ে
চোখ বন্ধ করে স্বপ্নের ভাবনায় গিয়েছি ঘুমিয়ে,
দেবদারু গাছের মরা পাতা  ঝরে পড়ে গায়ে
বৃক্ষের এই স্নেহ, মায়ের পরশের মতোই লাগে ।


দূর থেকে আজানের ধ্বনি আসে ভেসে
ভেঙে যায় ঘুম; অন্ধকার আসে ঘেঁসে,
আমার বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছি
নাতির অপেক্ষাতে দুশ্চিন্তায় প্রহর গুনছে দাদী।


আমি এক আত্মা দূরের তেজী নক্ষত্রের
দেহের কাছে যেতে সাথী আমি আঁধারের!