শীতের গভীর রাতে সবুজ মাঠে
কুয়াশা নেমে যেনো পরছে ধরণী জুড়ে,
ধান ক্ষেতে জমতে শুরু করছে শিশির
ঘাসে লাগা শিশির মাড়িয়ে দাঁড়িয়ে স্থির।


রাত গভীর হতেই শিশিরের সাথে পাল্লা দিয়ে
আকাশের উচ্চতায় পাপ বোধ চলছে বেড়ে,
আজ সরিষার ফুল ছেয়ে গেছে আমার পাপে
পাশের বেতের ঝাড়ে নেই জোনাকি কোন পাপে।


এ সভ্যতার মায়া জালের পাপ কিনে চাই
আমার জীবনের বিনিময়ে; দেবে কি ভাই?
আমি পৃথিবীর  নরক খানা আত্মায় রেখে
আরেক বার স্বর্গ দিতে চাই তোমার সভ্যতা কে!


এ সভ্যতা তো স্বর্গ খুঁজতে গিয়ে খুন করলো
আমার স্বপ্নের নিবিড় কুঁড়ে ঘরের গ্রাম গুলো!
এসব গ্রামের রক্তেই তোমাদের লাল দালান,
এ পাপ তোমাদের রক্তের পাপ! যা নিয়ে নিলো
তোমাদের চিরসুখ, শান্ত বটের ছায়া, হিমেল হাওয়া
এ পাপের মাশুল দিতে হবে তোমাদের সবার!