আবছা নীল গগনের তারা
তোমরাও কি সঙ্গী হারা?
মৃত নক্ষত্র হবার জন্য গুনছ দিন
দ্যাখো এ পৃথিবী কত রঙ্গিন,
এখানেও রয়েছে সঙ্গী হারা মানব
যাদের হৃদয়ে শূন্যতা আর ক্ষোভ।


জ্বলন্ত নক্ষত্র বুকে ধারন করে
সদূরের তারা হইতে তারাও মরে।


ওহে সঙ্গী হীন তারা,
তোমরা কি হতে চাও নক্ষত্র হৃদয়ের মানব?  


এখানেও মানব প্রেম হয়,


-আমি তোমারে ভালা পাই


-আমিও তোমারে ভালা পাই!


-নিত্য নতুন প্রেমে পড়াই যেনো
নিত্য দিনের কাজ!
তোমার হাসিতে মরি যেনো
তোমার রূপের সাজ।