শিমুল তুলোর মেঘ উড়ে যায় বাতাসে
চন্দ্রমা ছড়ায় প্রভা রূপালী আকাশে
সমুদ্রের ঢেউ ভেঙে পরে বালু তীরে
দুরের পাখি হারিয়ে যায় মেঘমালার ভীরে,
বদলে যাচ্ছি আমিও তোমার সাথে
দেখি নি সাগরের বড় হাঙর টাকে
তবুও যেন  ছিঁড়ে খাচ্ছে আমাকে
হারিয়ে গেছি এ যাতনার অনুভূতিতে।


একাকী দাঁড়িয়ে থাকা প্রেমিকের মতো
বিশাল শূন্য হৃদয়ে রয়েছে মহাবিশ্ব
প্রচণ্ড একা হলেও সঙ্গীহীনতা আমায়
কখনো পায় নি স্পর্শ করার সাহস তাই।


কাঁদে ধূসর বেলার ফেলে আসা সময়
কাঁদে স্বপ্ন ছটফটিয়ে মৃত্যু যন্ত্রনায়,
পরে থাকে কলম, পরে থাকে কাগজ
পরে থাকে দেহ, এ মুক্তি ই যেন সহজ।


হিয়ার মাঝে অনুভূতি জাগানোর পাপ
উজানে চলে নৌকা গলে যায় বরফ।
সব কিছু চুপচাপ রয়
ভালোবাসায় ই যাতনা হয়
তবে তুমি ছাড়া আর কেউ তখন,
থাকে না অনুভূতিতে; থাকো না যখন ।