শূন্যের পানে  জানালায় দৃষ্টি;
           কত কাল বয়ে  যায় স্রোতে;
তার দাগ কেটে মনে যায় বৃষ্টি।
          সে শহর ঘুরে যায় অবেলাতে।


সন্ধ্যা যেনো লাগে আভাময়;
           বিষন্নতার সুবাস ছড়িয়ে যায়;
তাল খুঁজতে বেতাল হয়ে রয়।
          কবিতাতে  খুঁজো না আমায়।  


সাগরের ঢেউ আছড়ে পড়ে;
          বাঁধ ভেঙে, বুকের পাঁজরে;
আঁধার টানে বেজায় ঘোরে।
          চোখ ধাধিয়ে যায় আলোতে।


ভুল সমতাতে খুঁজি আমাকে;
         আঁধার তাড়িয়ে বেড়ায় মনে;
ঝড়ো মেঘের আলো মাড়িয়ে।
         স্মৃতির চিহ্ন ধূসর মেঘ করে।


মিথ্যা মায়ায় তাকিয়ে আছে,
উত্তরের এখনও অপেক্ষাতে।