(৪৭,'৫২,'৭১-এর শহীদ এবং গাজীদের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস)
তোমাদের জন্য এখনো কাদেঁ আমাদের এ প্রাণ,
দেশের জন্য দিয়েছো যারা জীবন বলিদান!
করেছো যুদ্ধ - ঝড়িয়েছো রক্ত
তোমাদের স্মৃতি এখনো অম্লান॥
যখন তোমাদের দেহ রুধিরের রঙে রঞ্জিত,
তখন তোমরা শত্রু হনন করেছো না কত!
ভীত না হয়ে - ভেসেছো জলে
যেন তোমরা উজ্জ্বল অনির্বান॥
তোমরা দূর্জয় পাড়ি দিয়েছো দুঃখের দরিয়া,
ছিলে তোমরা বিনিদ্র হয়েছো রক্তক্ষরা!
ছিলো না শঙ্কা - ডিঙিঁয়েছো বাধাঁ
তোমরা হওনি তবুও কভু পেরেসান॥
বাঙালীর প্রাণে দিয়েছো বঙ্গবানী,
তোমাদের ছিলোনা কভু কোন ভুল-ভ্রান্তি!
তোমাদের সাচাঁ - ছিলো সততা
তোমাদের ছিলো এ পতাকা আর জয়গান॥
হে শহীদ মহীয়ান