সুখ যত হয় নত
কষ্ট তরীবায়,
মনে ক্ষত হব রত
ঐ অগ্নি শিখায়॥
আমি আর বার বার
লিখিনা ছড়া,
যেন তার মন ভার
বিষন্ন ধরা॥
শোন কবি আঁক ছবি
রক্তিম লালে,
ওঠে রবি রাঙা সবই
মার্জিত কালে॥