ক্ষত-বিক্ষত প্রেম অবিরত
সারাক্ষন রত,
অজস্র শত জীবনে নত
ব্যর্থতায় যত॥
দুর আকাশে দুঃখ বাতাসে
বেড়ায় ভেসে,
তোর স্বকাসে আমি প্রকাশে
উঠতাম হেসে॥
সেই রাগিনী আর দেখিনি
মধুর চাহনী,
আজো ভুলিনি স্মৃতির বাণী
স্বপ্নের কাহিনী॥
আজ কোথায় সেই মধুবায়
শান্তি অতিপ্রায়,
ঘুম পালায় তোর কল্পনায়
কবিতা লেখায়॥
অব্যক্ত রাখি খাতায় লিখি
কাব্যের ফাঁকি,
তবুও আঁকি নিশ্চুপ থাকি
তোকেই ডাকি॥