সেই তুমি আজ
কত না বদলে গেছো!
তোমার চলন-বলন-ধরণ সব!
আজ তুমি আমার নও,
অন্য কারো!
নুপুরের যে ছন্দ বাজতো আমার প্রাণে,
দিবা নিশি আর ক্ষণে!
সেই নুপূর বাজে,
পরের মনের মাঝে॥
তবুও তুমি তো সুখি হও।
আমি চাইবো না তোমায়,
ফিরতেও বলবো না॥
তুমি বদলে গেছো আরো বদলে যাও_
আমি এমনই থাকবো॥
যদি চুল গুলো সাদা হয়
হাতে আমার লাঠি রয়-
সেদিনও দেখবে আমি এই এমনই আছি॥
শুধু তুমিই বদলে গেছো॥