স্বপ্ন বুড়ি নিয়ে ঝুড়ি
যায় দেখ বাজারে,
স্বপ্ন বেচেঁ মাজা নেচে
খায় কিনে খাজারে।।
কত শত স্বপ্নে রত
ও মাথার ঝুড়ি,
স্বপ্ন যত মাথা নত
ঐ থুরথুরে বুড়ি।।
নিবে নাকি স্বপ্ন ছিকি
একেবারে সস্থা,
নয় বাকি হয় ফাঁকি
নাও যদি বস্তা।।
সাদা কালো আরো ভালো
স্বপ্নের ফুল-ঝুড়ি,
টাকা ফেলো স্বপ্ন তোলো
হাক ছাড়ে বুড়ি।।
মাপ হয় দাড়ি নয়
মাথা অনুমান,
সবে কয় চুলে রয়
স্বপ্ন অপমান।।
হা হা আড়ি কান্দে বুড়ি
কেনেনা কেউ,
ফাঁকা ঝুড়ি বাজে তুড়ি
ভাঙে স্বপ্ন ঢেউ।।
হঠাৎ দেখি ওমা একি
এও যে বড় স্বপ্ন,
তাই লিখি দিয়ে ফাঁকি
মিছে স্বপ্ন মগ্ন।।