আমি বলবো না তোমায়
ঐ চাঁদটা এনে দেবো,
কারন তা হবার নয়-
তাতে তুমি যাই ভাবো।।
আমি বলবো না তোমায়
ঐ কুড়েঘরের আলো,
কিছু কিছু ক্ষেত্রে হয়-
আলোকিতও ঐ কালো।।
আমি বলবো না তোমায়
পিতা মাতা ছাড়বো,
তাদের ছাড়া বাচাঁর নয়-
এক মুহূর্তও না পারবো।।
আমি বলবো না তোমায়
তুমি যে অতুলনীয়,
বিধাতার সৃষ্টিতেও রয়-
কিছু না কিছু ত্রুটিও।।
আমি বলবো না তোমায়
ভালো না বাসলে মরবো,
মৃত্যুতো মওলার ইচ্ছায়-
মহা পাপ কভু না করবো।।
আমি বলবো না তোমায়
জীবন ধরবো বাজী,
এবার বলো বন্ধু আমায়-
ভালো বাসতে কি রাজি।।