ফুরিয়ে গেছে খাতার পাতা
কলমের কালি যত,
কাব্য বন্ধু হয়না লেখা
থাকে অপুর্ণ ক্ষত।।
যত ভাবি তত ভুলি
করি কি উপায়,
তবু আমি লিখে যায়
যা ইচ্ছে তাই।।
ছন্দ আজ গেলো কই
কই কাব্যের রস,
বন্ধু কি লাগবে ভালো
এই হ-য-ব-র-ল যশ।।
দয়া করে আমায় বন্ধু
দিওনা আর বকা,
প্রতিদিনই যাই কি বলো
নিত্য নতুন লেখা।।
আমি তো আর পারবো না
হতে রবীন্দ্র- নজরুল,
মিছে মিছে লিখে কি
শুধরাবে এই ভুল।।
কেন বলো রাত জেগে
এতো কিছু ভাবছি,
যা আসে মনে এই
লিখে দেখো রাখছি।।
জানি তোমরা বলছো
কি লিখেছো ভাই,
এসব বাজে লেখা কি
কভু পড়া যায়।।
আমার কিছুই করার নেই
যাই কি না বলো,
অনেক রাত হয়েছে
এবার ঘুমাতে চলো।।