চারিদিকে চোখ মেলে দেখি
নিজেকে বড় করার ছবি"
এই যদি হয় পৃথিবীর মুৃভি
দেখবে না সবাই জানি!
চারিদিকে অর্থের ডাকাডাকি
মনে হয় সুখের বাহাদুরি "
আসলে সুখ না গরীবের আহাজারি
এই যদি হয় সমাজের নাটক
চোরের বিচার হবে না জানি!
চারিদিকে শুধুই ডাকাতি"
মনে হয় কষ্টে অর্থে নদী!
তাই আজ থেকে শপথ করি
নিজেকে কখনো বড় নয় "