আলো সরলপথে চলে
মানুষ কি তাই চলে?
যাহা বলে তাহা ভুলে যায়
পদে পদে!
তাইতো আজ মানুষের নাম মিশে গেলো
উপর তলায় গিয়েও নিচে নামতে হলো"
শিশুরা আলো দেখে দেখে পথ পায়
পা পা করে সামনে এগোয়"
হয়তোবা আলোর ফোঁড়াকবিন্দু
নয়তোবা জলকণা লুকিয়ে থাকা বালু"
দেখে মনে হয় হাসতে হাসতে লুকোয়
জিবনের ছুটির ঘন্টা বাজবে এবার"
তবে কেনো আলোর দিশায় আলোকন নয়
আলোর দোষ মিশায় তারাই এমন হয়"