শিকল ছেড়ে যায় পালিয়ে বন্দি খাচার পাখি
তারই কাছে পেলাম খুজে স্বাধীনতা কি
স্বাধীনতা মানে জিবনটাকে অন্য ভাবে পাওয়া
যে জিবনে সুখ ছাড়া দুঃখ নেই চাওয়া'
স্বাধীনতা মানে নিজের মতো যেদিক খুশি চলো
স্বাধীনতা মানে মনের কথা যখন খুশি বলা
যে জিবনে স্বাধীনতা নেই জিবন কি তাকে বলে?
স্বাধীনতা ছাড়া না জানি তারা কেমন করে চলে!
একটি শিশু ছোটবেলা থাকে নিজের মতো স্বাধীন
শিশুকাল ছেড়ে বের হলে হয় পরাধীন"
পরাধীনতা মানে জিবনটাকে অন্ধকারে রাখা
সে জিবনে সুখ নেই কোন সবকিছু যেন ফাঁকা"