হয়তো বা শীতের কোন এক সকালে
গাছের সবুজ পাতা ঝরে পড়ে যাবে
হয়তো পদলিত হয়ে তা মর্মর করবে!
হয়তোবা বসন্তে সেই পাতাহীন গাছ
আবার ভরে উঠবে সবুজে
হয়তোবা গ্রীষ্মের মাঠ-ঘাট
খা খা করবে!
সূর্যের তাপে মনটা হবে
ফেটে চৌচির
হয়তোবা বর্ষার বৃষ্টিতে ভিজে যাবে সব অনুভূতি
সিক্ত নয়নে আমি থাকব চেয়ে
হয়তো বা শরতের কাশফুলে
ছেয়ে যাবে মনের সব আবেগ
হেমন্তে জেগে উঠবে হ্রদয়ের লুকানো   কষ্ট
থাকবো চেয়ে, দিনের পর দিন
,  তখন বলব "এখনও ভালোবাসি""