এ পৃথিবীতে যত কিছু মায়া, যত ভালো লাগা
সকলি মরীচিকা যেন ভায়া
এসেছি একদিন, চলে যাবো কোন দিন
তবে কেন থাকি ভালোবাসাহীন?
ছোট্ট এই জিবনে, কি মোহ মায়ায় জড়িয়ে ফেলি
ভালোবাসা ফেলে হিংসায় পুড়ে মরি
ধর্মে জাতিতে বিভেদ সৃষ্টি করি
মানুষে মানুষে উচু নিচু নিজেরাই গড়ে তুলি
তুমিও মানুষ, আমিও মানুষ একথা নাহি বলি
তুমি কালো, আমি সাদা  এ নিয়ে গর্ব করি
ধর্ম কি ছিলো মানুষের আগে? নাকি মানুষই ছিলো ধর্মের আগে?
এই কথা ভুলে যাই বারে বারে"
বিশ্ব যদি হয় এক দেশ,হবে কিছু নাহি!
এসো সবাই মিলে মানুষের জয়গান করি""