তারে আমি চোখে দেখিনি
দেখেছি মনের আয়নায়,যার
বজ্রকন্ঠের হুংকারে কেঁপেছিলো
অত্যাচারীর দূর্বল চিত্র
এসেছিল জোয়ার সাতকোটি
মজলুমের হ্রদয়ে,সহস্র তরুন প্রাণে
নয়টি মাস মায়ের গর্ভে
ঘুমিয়ে ছিলো স্বাধীনতা
রক্তের পিচ্ছিল পথে হেঁটেছিলো
দামাল ছেলেদের জিবন
তারপর বিষাদের সূর্যকে
চির বিদায় জানিয়ে এলো স্বাধীনতা।
আমরা ফিরে পেলাম আমাদের
প্রবাদ পুরুষের!
বসুধার পথে শুধু তারই নাম
মুজিব মুজিব মুজিব
আমরা যে তোমারই সন্তান