শ্যামল দেশের সবুজ গ্রামে
হিজল তমাল গাছের ছায়ে,
খেলে বেড়াতাম সাথীদের সাথে
মন মাতানো মধুর আনন্দেতে"
বোশেখ মাসে ঝড়ের দিনে
আম কুড়ানোর মিষ্টি আমন্ত্রণে
ঘন্টা বাজত বুকের মাঝে"
সকাল দুপুর বিকেল সাঁঝে"
বর্ষামুখর বাদল দিনে
বৃষ্টিতে ভেজা আপন মনে
কদম ফুলের মাতাল ঘ্রাণে
হারিয়ে যেতাম রবি ঠাকুরের গানে"
শিশির ভেজা শরৎ ভোরে
শিউলি ফুল কুড়ানোর তরে
ছুটে যেতাম উড়ে উড়ে"
সবুজ খেতে আমন ধানে
হেমন্ত ঋতুর সজীব আগমনে"
নতুন ধানের গন্ধে
পুলকিত হয় মনে
পাটালি গুড় আর খেজুর রসে
মাখামাখি মিষ্টি পায়েসে "
মায়ের হাতের পিঠাপুলি
তার স্বাদ কেমনে ভুলি"
চোখের কোনে ভেসে বেড়ায়
ছোটবেলার কত কি?