তুমি সংগীত জগতে ছিলে ধ্রুবতারা হয়ে
জীবনের শুরু হয়েছিল আথি্‌ক-দৈন্যতা নিয়ে
জীবন প্রদীপ নিভে গেল ঋণের বোঝা কাঁধে নিয়ে
ফেলে গেলে যশ-খ্যাতি আর প্রাচুয্
রেখে গেলে প্রিন্স আর ক্যাথরিনাকে
আর কাঁদালে অগণিত ভক্তের মন
তোমার অকালে চলে যাওয়া মানতে পারিনি তোমার মা-বাবা
আর মানতে পারিনি লক্ষ-কোটি ভক্ত
তোমার পূএ প্রিন্সের সন্নিকটে তুমি হারিয়ে মত্যলোকে
তুমি চলে গেলেও তোমার সুর,তোমার মূছ্‌না  দোলা লাগাবে অগণিত ভক্তের মনে
তুমি আমাদের মাঝে থাকবে শুকতারা হয়ে
তোমার প্রতি থাকবে অগণিত ভক্তের ভালবাসা আর অনুরাগ