তোমায় দেব কাঁঠাল পাতার রঙ,
চোখ ধাঁধানো একটি সবুজ গ্রাম।
হাত বাড়ালেই মুঠোতে শৈশব,
অঝোর স্মৃতির লুকানো এ্যালবাম।
দেখতে দেব জলের ছায়া রোদে,
পাতার পাতায় কেমন করে নাচ!
শীত সকালে শিশির ভেজা গায়ে,
কেমন লাগে প্রথম রোদের আঁচ।
এই যে তোমায়, আর কি দেব জানো?
একটি মুখর ক্রিকেট খেলার মাঠ।
চায়ের কাপে জমানো অবসর,
আমার উঠোন, সমস্ত পথঘাট।
নেবে তুমি দোয়েল পাখির ডাক?
আমার দীঘির স্বচ্ছ জলের হাওয়া।
মুগ্ধ চোখে দেখবে গাঁয়ের পথে?
গরুর গাড়ির হেলেদুলে যাওয়া।
চাইলে তুমি শাপলা ফোটা ঝিলে,
নিয়ে যাব দেখতে সাদা বক।
করবো পূরন পুকুর ঘাটে বসে,
বড়শি পেতে মাছ ধরাটার শখ।
দিকবিদিক ঐ হাওয়ার ওড়াউড়ি,
তোমার হাতেই পড়বে ধরা রোজ।
তুমি কেবল নাটাই সুঁতো হাতে,
হৃদয় থেকে একটু করো খোঁজ।