তুমি যদি ডাকো আমায়,
আমি আকাশ হই।
না ডাকলে  হই হাওয়া ....
একলা শুণ্য, ঘূর্ণি বায়ুর মতো,
খড়কুটো হয়ে  উড়ে উড়ে যাওয়া।
আর যদি ছুঁয়ে দাও ভুলে,
হয়ে যাই গাঙচিল, প্রজাপতি,
কিংবা গায়ের কোন ঝিল্।
তারপর, তোমার তৃষিত আঁজলায়,
হই গোগ্রাসে জল!
আর নাই হলো যদি ছোঁয়াছোঁয়ি,
একটা বুনো ঘাস হই,
হই পাখিদের নীড়,
চিলতে রোদ আর মেঘেদের কানাকানি!
কখনো বা অঝোর শ্রাবণে,
হই কিছু তীব্র অনুভূতির
লুকোনো দীর্ঘশ্বাস।