আজও দেখি কাঁপা হাতের কাঁপন,
সেই যে যেদিন প্রথম কেঁপেছিলাম।
প্রথম প্রেমের নিবিড় ঘন স্রোতে,
যেদিন দুজন প্রথম ভেসে ছিলাম!
আজকে কাঁপি অন্য রকম ভয়ে,
এই আমাকে হারিয়ে ফেলার ভয়।
তোমার বুকে পেরেক টুকে দিয়ে,
হারাবো প্রেম সবটুকু সঞ্চয়!
ভুলেই যাবো তোমার কাঁপা সুরে,
ভুলতো ব্যথা সকল পিছু টান।
একটুখানি মনের আড়াল হলে,
জমতো বুকে কেমন অভিমান!
সবতো থাকে থাকেই আগের মতো,
তুমি আমি যতই দূরে যাই!
চেনা মুখের আদলটুকু শুধু,
বাড়িয়ে দেয় বুকের ক্ষতটাই।
যা হোক কিছু তুমি কেবল আমার,
ভাবনাটুকু বাড়ায় বুকের ব্যথা।
আলগোছে যা স্বপ্ন রাখি বেঁধে,
নেয় কেড়ে সব আকুল নীরবতা।
অন্যকারো হয়ে যাবার ভয়ে,
হাত শুধু নয় চোখের পাতাও কাঁপে!
কাছে দূরে সেই তুমিটা কই?
স্থির হবো যার একটুকু উত্তাপে।
অন্য কারো হতেই দিবে যদি,
কাছে আসার কি প্রয়োজন ছিলো?  
ভুলতো আমার ছিলই আজো আছে,
হৃদয় কেন তোমার হতেই গেলো!
মরে গেলেই আত্মহনন জানি,
তোমার বুকেই উথলে ওঠবে শোক!
এই যে এখন প্রতিদিনের মরা,
কেমন করে চাইছো আমার হোক?
না তো আমি হবই না আর কারো,
আমার মাঝেই গুমরে কাঁদুক ক্রোধ।
এই আমাকে অবহেলায় জাগুক,
তোমার হৃদের সত্য বিবেক বোধ।