একটা সরলরেখার মত সহজ,
ছিমছাম, মসৃণ জীবন চাইনা আমার।
আমি জীবনের তীব্রতা চাই।
চাই ভাঙনের পাড়ে দাঁড়িয়ে শুনতে
জীবনের গান।
তীব্র ব্যাথার নোনাজলে ভিজতে ভিজতেও  চাই...
একজোড়া মায়াময় চোখ,
উষ্ণ আবেগ।
কাঁপা কাঁপা হৃদয়ের ঘোর,
অনুভব লুকানোর মেঘ।


এলোমেলো জীবনেও ফুটে ফুল,
পাখি গায়, ওঠে চাঁদ নির্মল!
যদি ধৈর্যের বাঁধ থাকে অটুট সবল।