কতটা সময় পার হয়ে গেল জীবন নামের নদী,
এত ছত্র লিখতাম না নিষেধ করতে যদি।
কথা রাখতে পারি নাই শেষে কলম ধরছি আজ,
মনের আকুতি শুনাই শুধু খাতা-কলমের সাজ।
তুমি বিশ্বাস কর ! মাটি চাপা সত্যই রেখেছিলাম,
স্থির হতে পারি নাই যখন ফেরত এসেছে খাম।
কথা বলি তাই: বন্ধু কলম, খাতাটি হলো সঙ্গী,
ব্যথা দেয়না, কষ্টে রাখে না তাদের কোন ভঙ্গি।
কতটুকু পাপ করেছিলাম বল তোমায় ভালবেসে,
নীরব যন্ত্রনা সইবো কেমনে প্রতারণা করিলে শেষে।
সুরম্য প্রাসাদ সুখেরই মূল? প্রশ্ন রয়েছে মোর,
খোশ হৃদয়ে পাতার ছাউনিতে হতো না ভোর ?
কখন যেন সাদা হৃদয়ে দেখেছিলাম তোমায়,
অন্ধকারে রাখলে তুমি দরদ একটু জমায় ।
দরদী মন নেই যে তোমার বুঝলাম অনেক পরে,
মিশে ফেলেছি অস্তিত্বে মোর তখনই এসেছ সরে।
তোমার হৃদয়ে লাগেনি ছোয়া কত নির্ঘুম রাত,
অট্রালিকার স্বপ্নে বললে এসব সৃষ্টি কর্তার হাত।
আসলে কি সুখ পাবে? বিধাতা না লিখলে?
উচ্চ শিক্ষায় আরোহন করে এমন কেন শিখলে?
জানি ক্রুদ্ধ হইবে অনেক বকিবে কবিতাটি পাইলে,
এখন আমার জীবন টাও দিব রাগের জ্বালায় চাইলে।