জন্ম দিলা জীর্ণ ঘরে বইবে কে এই ভার,
মালিক তুমি দাওনা বলে মুক্তি কিসে নাড়।।
দয়াল তুমি দাওনা বলে কিসে কমবে ভার।
জানায়ে দাও মালিক তুমি কিসে পারাবার।।
ভারী বোঝায় সব চলে যায় কেউ করেনা খোঁজ,
অনাহারে দিন চলে যায় ভৎসনা দেয় রোজ।
পথটি জানাও  মালিক তুমি দু:খ ঘোচাবার।
চোখের পানি কেউ মুছেনা দেয়না কেহ চুমি
হৃদয় মাঝে ঝড় বয়ে যায় শুকনো মরুভূমি।।
সব ছেড়েছি মালিক তুমি কর এবার পার।
সাধ নেই তো কোন কিছুর দুষবো বলো কার।।