ঈদ এসেছে স্মরণ করতে,
অতীত দিনের স্মৃতি,
মাওলানা সা’ব পাড়ায় পাড়ায়
গাইছে সেসব গীতি ।
কে শোনে তার লম্বা কথা
খাওয়ার নেশা গোস্ত ,
ঝগড়া-ঝাটি বিবাদ ভুলে
দিচ্ছে দাওয়াত দোস্ত ।
কে কিনেছে বেশী দামে
সবচে বড় ষাঁড় ।
পুলসিরাতে মুক্তি পাবে
লেজটি ধরে তার ।
ছুক্কু মিয়া লেজ ছাটে
শিংয়ে মারে তেল,
বুড়ো দাদু ফিতা হাতে
বাধবে গলায় বেল।
দাদী বুড়ী তাইনা দেখে
নিয়ে এলো বাত্তি,
এমন সময় চেয়ে দেখে
খাইছে বুড়ো লাতথি।
এত সখের ঈদটি দাদুর
গেল মাটি হয়ে,
সবাই যাচ্ছে ঈদের মাঠে
দেখছে বুড়ো চেয়ে।।