বছর ঘুরে আসলো আবার
কুরবানীর- ই ঈদ
হৈ হুল্লোর করছে সবাই
দূরে ঠেলে নিদ
টুন-টুনির মা কাপর কাচে
সাবান সোডা দিয়ে
মসলা হাতে ফিরছে কানাই
মলিন মুখটি নিয়ে
টুনটুনি কয় ঐ যে বাবা
নাচছে তাধিন-ধিন
নতুন জামা পড়বে এবার
কুরবানির-ই দিন
নানা বাড়ী যাবে সবাই
সখীদের দল বেধে
মিছা-মিছি সেমাই পায়েস
খাবে তারা রেধে
টুনটুনি কয় আব্বু আমার
লাল জামাটি কই
মেয়ের কথায় কাঁদছে কানাই
আপন মনে ঐ
আর চেও না খুকু-মনি
পকেটে নেই টাকা
সবই গেছে ভিড়ের মাঝে
পকেট আমার ফাকা
মসলা টাও আনছি বাকী
তোমার মায়ের ভয়ে
এবার কার ঈদ এমনি কর
দুঃখ ব্যথা সয়ে