(মাহে রমজানের বিদায়/২০১৫)


তুমি চলে যাবে তবে কেন এসেছিলে?
দিয়েছিলে প্রেম, আগলে ছিলে পাখা মেলে।
তোমাকে পেয়েছিলাম অনন্ত যৌবনা হে অনুঢ়া,
লক-লকে ডাটা, রসে সিক্ত ওহে ক্ষনজন্মা।
সিক্ত করেছ সারাটি জাহান পাগল করেছ তার,
প্রীতির বন্ধন পাহাড় সম কে বইবে এর ভার।
প্রেমের সে ভার নুইয়ে পড়ে খুশিতে দিগ্বি দিক,
লেগেছে বখতে নতুন সাজে বলেছে পাপকে ধিক।
মুক্ত মাঠে অসহায় বেশে কাদিছে ধরিত্রী,
একাকার হয়ে রশনী তখতে বিশ্ব বিধাত্রী।
বলিছেন তিনি ক্ষমিবেন সকলি বন্ধ দুয়ার সব,
মাধ্যম তুমি, সঙ্গী আমার দেখিতে চাইগো রব।
বুভুক্ষু ছিলাম সারাটি প্রহর ছুইনি কখনো অন্ন,
লিপ্সা ছিল পূরণ করিনি তোমাতে মিশিবার জন্য।
বিদায় নিবে দুরুচ্চার্য পরশ পাথরের মাস,
মনোহরী বন্ধু যেওনা এভাবে হবে গো সর্বনাশ।
আমার খবর বলে যাও তুমি পাইবো কি গো ক্ষমা,
নইলে জীবন প্রত্যুৎগমনে পুড়ে হইবে তামা।