কোরান জীবন, কোরান মরণ, কোরান হৃদযন্ত্র
শান্তির ছায়া পেতে হলে কোরানই মূল মন্ত্র।
আলো-বাতাস,খাদ্য কায়া সবই তার দান
পাপী-তাপী ভোগ করছে ইসলাম সুমহান।
ন্যায়-নীতির সাম্য প্রাচীর খুলে দেখ কোরানে
সকল নীতির বড় নীতি পাইবে তুমি সেখানে।
এদিক-সেদিক শান্তি খুঁজে বাড়বে শুধু হতাশা
অন্য পথে ভিন্ন মতে পাইবে সেথায় নিরাশা।
রাস্ট্র ধর্ম ইসলামেতে শান্তি পায়নি কোনো জীব?
বাতিল করার সাধ কেন আল্লাহ কি নয় চিরঞ্জীব?
ঘোলা জ্বলে মাছ শিকার দুষ্টু লোকের চক্র
দাবানলে জ্বলবে তুমি নিয়ত হলে বক্র।
শান্তি প্রিয় মানুষগুলো কখন হয় অশান্ত?
হঠকারী রাজ দন্ডে তিলক হয় আবর্ত।
নামাজ পড়,কোরান পড়, ইসলামেতে গাত্রদাহ
খতিয়ে দেখ, বুঝবে শেষে করছো কত গুনাহ।
আঁকা-বাঁকা পথ ছেড়ে পথটি ধরো সোজা
তখতের স্বাদ পেতে পরের হয়ো না ধ্বজা।