আমি স্বাধীন চোখে মুখে স্বপ্নীল
রং ছিটাই চারিদিক বর্ণিল
এ ছিল আমার স্বপ্ন।


ডাল ভাত পেয়ে বড় সুখী হবো
রোগ শোকে সেবা শুশ্রুষা পাব
এ ছিল আমার স্বপ্ন।


"মুখে যা আসে তাই বলি
লিখি মনের দরজা খুলি"
এ ছিল আমার স্বপ্ন।


পথে ঘাটে কর্মঠ লোকের ভিড়
কারো নয় গোলামী উঁচু করি শির
এ ছিল আমার স্বপ্ন।


স্বাধীনতা এ কি খুব বেশি চাওয়া?
তুমি কী দিলে, গেল কি পাওয়া।


নেই রঙিন সাজ পড়েছে বাজ
পেটে পাথর বেঁধে চলেছি আজ
দুয়ারে দুয়ারে ঘুরি পায়নি কোন কাজ
ঘরে ফিরি কী নিয়ে? এ যে বড় লাজ
ধুঁকে ধুঁকে সন্তান মৃত্যুশায়ী
পরাজিত আমি যোদ্ধা মৃত্যুঞ্জয়ী
এই ক্ষণে চলি মিছিলে
বলি আমার স্বপ্নের কথা
মন খুলে বলতেই
একটি বুলেট পিঞ্জর বেধন
করে মিটে দেয় আমার
সকল স্বপ্ন সাধ!!
স্বাধীনতা! রুখে দাঁড়াও
পুনঃ গড়ো স্বপ্ন প্রাসাদ।।