আজও কবিতা আছে বলে,
আমি এতটা ধৈর্যশীল,
আর প্রতিটা লাইন,
আমার প্রতিটা অভিব্যক্তি,
আর একটা অক্ষরের মাঝে,
কয়েকটা অভিযোগ,
দৃষ্টির বাইরে,
আরও কয়েকটা কবিতার লাইন,
কবি নই, কিন্তু
নিরন্তর ভাবের প্রকাশ আমায়,
আরও একশত বার ভাবায়,
কোথায় আমি,
আর কোথায় থাকার কথা,
আমার লেখনী হায়তো আমার আবার,
শতবারের প্রচেষ্টা জাগায়,
তারপরও একটু কমতি,
একটু হৃদকম্পন,
আর একবার জাগিয়ে তোলে,
আর একবার চলতে শেখায়।